মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

হারিয়ে গেছে ৬৫ প্রজাতির দেশীয় মাছ

নদ-নদী, খাল-বিল, জলাশয়, পুকুর, ডোবা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ। বিগত ৩০ বছরে দেশীয় ২৬০ প্রজাতির মধ্য থেকে ৬৫ প্রজাতির মাছ বিলুপ্তপ্রায়। প্রাকৃতিক উৎসের মাছ কমে গেলেও হাইব্রিড মাছের উৎপাদন বেড়ে গেছে। ফলে দেশীয় আরও শতাধিক প্রজাতির মাছের অস্তিত্ব এখন বিপন্ন হয়ে পড়েছে। মাছের উৎপাদন বাড়াতে আজ (২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত) সাত দিনের কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- 'সাগর, নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে।' রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেলা ১১টায় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর