মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
নাশকতার দু্ই মামলা

রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ওই দুই মামলায় রিজভীকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, তার আইনজীবী জামিন আবেদন করেন।

পরে উভয়পক্ষের শুনানি শেষে আগামী ২ কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সামছুল আরেফীন।

জামিন শুনানিতে ‍অংশ নেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকীসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

মামলা দুটির একটি গত ৮ জানুয়ারি রাজধানীর টয়েনবী সার্কুলার রোডের বেসিক ব্যাংক টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নি-সংযোগের ঘটনায় দায়ের করা হয়। অন্যটি ১৯ জানুয়ারি মতিঝিল থানার ওয়াপদা অডিটোরিয়ামের সামনের রাস্তায় বাসে অগ্নি-সংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পৃথক আরেকটি মামলা করে পুলিশ।

বিডি-প্রতিদিন/২৮ জুলাই, ২০১৫/মাহবুব
 

সর্বশেষ খবর