শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
কাল নূরের ওয়ার্ডে উপ-নির্বাচন

প্রার্থীরা বিতর্কিত ভোটাররা বিব্রত

আগামীকাল ২ আগস্ট, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ওয়ার্ডে উপ-নির্বাচন। নির্বাচনী মাঠে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে তিন প্রার্থীর। ত্রিমুখী লড়াইয়ে যারা রয়েছেন তারা হলেন- নূর হোসেন সমর্থিত প্রার্থী ও তার অর্থ উপদেষ্টা কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আবদুল মতিন মাস্টারের ছেলে আরিফুল হক হাছান (লাটিম) ও ভাতিজা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম ওরফে ছোট নজরুল (ঘুড়ি), ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভাণ্ডারী (ঠেলাগাড়ি)। এই তিন প্রার্থীর রয়েছে নানা বিতর্কের ইতিহাস। তাই ভোটাররা বিব্রত কাকে বেছে নেবেন তাদের ত্রাণকর্তা হিসেবে। জানা গেছে, প্রার্থী আরিফুল হককে নূর হোসেনের অবৈধ আয়ের প্রধান উৎস শিমরাইল ট্রাক টার্মিনালের বাংলাদেশ কাভার্ডভ্যান (পিকআপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি করে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত। দীর্ঘ ১৫ মাস পলাতক থেকে ১১ জুলাই  ক্যাডার বাহিনী বেষ্টিত হয়ে এলাকায় ফিরে আসেন আরিফুল হক। সেই থেকে এলাকায় বিরাজ করছে এক ভীতিকর পরিস্থিতি। অপরপ্রার্থী সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে শীতলক্ষ্যা নদী দখলসহ নানা অভিযোগ।
অপরদিকে নাসিক ৪ নং ওয়ার্ড আটি এলাকার বাসিন্দা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভাণ্ডারীর বিরুদ্ধে রয়েছে শীতলক্ষ্যা নদী দখল, ফুটপাতে চাঁদাবাজিসহ নানা অভিযোগ। স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে দেখা যায়, ভোটাররা এত ভীত যে, প্রকাশ্যে বিতর্কিত তিন প্রার্থীকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সর্বশেষ খবর