শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজ

আজ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। পাশাপাশি সপ্তাহব্যাপী পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১৭০টি দেশে মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। গবেষকদের মতে, মায়ের দুধ নবজাতকের জন্য আদর্শ পুষ্টিকর খাবার। জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানো হলে নবজাতকের মৃত্যুর হার ২২ শতাংশ কমানো সম্ভব। জরিপে দেখা গেছে, মাত্র ৪৩ শতাংশ নবজাতক জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ পায়। এতে সংক্রামক ব্যাধির আক্রমণ অনেক কমে যায়। এ ছাড়া মাতৃদুগ্ধ পানকারী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে পরিপূর্ণভাবে।

সর্বশেষ খবর