শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বৃষ্টিতে স্থবির নগরীর জনজীবন

বৃষ্টিতে স্থবির নগরীর জনজীবন

টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। ছবিটি গতকাল সকালে শান্তিনগর থেকে তোলা

ক্যালেন্ডারের হিসাবে চলছে ভরা বর্ষাকাল। মধ্য শ্রাবণের জানান দিতে বেশ উদার হয়ে উঠেছে আকাশ। মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে চলছে টানা বর্ষণ। শ্রাবণের এমন বৃষ্টিতে প্রায় স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। গতকাল ছুটির দিনে দিনভর টানা বৃষ্টিতে অলস আয়েশ ছাড়া রাজধানীবাসীর আর তেমন কিছুই করার ছিল না। কর্মজীবীরা পড়েছেন বিপদে। বিভিন্ন এলাকায় প্রায় তলিয়ে যাওয়া রাজপথে বেরিয়ে বেশ ভোগান্তিতেই পড়তে হয়েছে তাদের। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ার দাপটে জনজীবনে ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে যে বৃষ্টিপাত দেখা দিয়েছে তা আগামীকাল সকালের আগে কমার তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা মাহমুদুল কবীর বলেন, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকার বৃষ্টিপাত ছিল ৪৬ মিলিমিটার। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেটে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে ৭১, ৩৬, ১, ১৬ ও ১২ মিলিমিটার। রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
এদিকে টানা বৃষ্টির কারণে রাজধানীর অধিকাংশ অঞ্চলের মহল্লার রাস্তাগুলোতে পানি জমে গেছে। ফলে অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষগুলোকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। কোনো কোনো অঞ্চলে প্রধান সড়কেও পানি জমে গেছে। সকাল থেকে রাজধানীর রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, ধলপুর, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, মানিকনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, শান্তিনগর, বাড্ডাসহ বিভিন্ন অঞ্চলে পানি জমে থাকতে দেখা গেছে।

সর্বশেষ খবর