শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ঢামেকে ফ্যান খুলে পড়লো রোগীর গায়ে

ঢামেকে ফ্যান খুলে পড়লো রোগীর গায়ে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিলিং ফ্যান খুলে মাহমুদ হোসেন (৬০) নামের এক রোগী আহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে বহির্বিভাগের ৩১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মাহমুদ হোসেন জানান, শুক্রবার কিশোরগঞ্জ থেকে ডাক্তার দেখাতে ঢামেকে আসেন তিনি। বহির্বিভাগে রোগী দেখার সময় শেষ হওয়ায় তিনি ওই ওয়ার্ডের ৫ নম্বর বেডে থেকে যান। রাতে ছাদের সিলিং ভেঙে ফ্যান খুলে পড়ে। এতে তিনি আহত হন।

ওই ওয়ার্ডের রোগী হযরত আলী জানান, ওয়ার্ডের যে অবস্থা তাতে আরো ফ্যান খুলে পড়তে পারে। এ কারণে তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি মাথায় না পড়ায় ওই রোগী বেঁচে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

ওয়ার্ড ইনচার্জ হালিমা খাতুন জানান, আমরা বিষয়টি পরিচালককে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ওয়ার্ড মাস্টার শামছুল আলম জানান, অনেক আগেই সরকার ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। যে কোনো সময় এটি ভেঙে ফেলা হতে পারে।

বিডি-প্রতিদিন/০১ আগস্ট ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর