সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

মারামারির জেরে রাবিতে ছাত্রলীগের কমিটি স্থগিত

ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে বিধি নিষেধ

সিট বাণিজ্যকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। গতকাল বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি স্থগিত করেন। দলীয় সূত্রে জানা যায়, ২০ জুন ওই হলের কমিটি ঘোষণা করা হয়েছিল। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার ৪৩ দিনের মাথায় তা স্থগিত করল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার রাতে আমীর আলী হলে সিট বাণিজ্য নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক শামসুজ্জমান ইমন ও হল ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সজল তার কর্মীদের নিয়ে অপর পক্ষের তিনজনকে পিটিয়ে আহত করে।

এ ঘটনায় আহত হন আমীর আলী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত হোসেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসিবুল আলম ও অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, 'শনিবার রাতে আমীর আলী হল ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে মারামারির পর কমিটির সব কার্যক্রম স্থগিত করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই হলের কোনো নেতা-কর্মী হল ছাত্রলীগের পরিচয় দিতে পারবেন না।' এদিকে, শিক্ষার স্বাভাবিক পবিবেশ, সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মোটরসাইকেল চলাচলের উপর বিধি নিষেধ আরোপ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

সর্বশেষ খবর