সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীতে একই পরিবারের ৩ জন দগ্ধ

ফাইল ছবি

রাজধানী ঢাকার জুরাইনে একই পরিবারে তিন জন দগ্ধ হয়েছেন। প্রতিবেশীদের ভাষ্য, গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে গেলে তারা দগ্ধ হন। জুরাইন-পোস্তগোলার তুলাবাগিচা এলাকার একটি টিনশেট বাসায় রবিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন খোরশেদ আলম বাবু (৪০), তার স্ত্রী জহুরা বেগম (৩২) ও তাদের ছেলে রিফাত আহমেদ (০৬)।

আহতদের প্রতিবেশী রেজাউল করিম জানান, টিনশেট ভবনের পাকা দেয়ালের পাশে রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন ছুটে আসে। এসে দেখেন গ্যাসের পাইপ লাইন থেকে লাগা আগুনে ঘর জ্বলছে। এ সময় আহত অবস্থায় একই পরিবারের তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। স্থানীরা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, তিনজনের মধ্যে খোরশেদ আলমের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। অন্য দুজন সামান্য দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে জহুরা বেগম ৪ শতাংশ এবং রিফাতের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বিডি-প্রতিদিন/৩ অাগস্ট ২০১৫/শরীফ

সর্বশেষ খবর