বুধবার, ৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
টোলমুক্ত আন্দোলন

****************************

ঢাকার বুড়িগঙ্গায় বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম সেতু টোলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন টোলমুক্ত সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। গতকাল সকাল ৮টা থেকে টোলমুক্ত করার দাবিতে টানা চারদিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে যানবাহনের মালিক, শ্রমিক ও চালকরা। তারা ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান সেতুর দুপাশে রেখে অবরোধ করে রাখেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেতুর ওপর জড়ো হয়। থেমে থেমে চলতে থাকে স্লোগান ও মিছিল। সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীসহ দুপাশের সাধারণ জনগণ। শত শত মানুষ পায়ে হেঁটে সেতু পার হয়েছেন।

পরিবহন শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক এমদাদুল হক দাদন বলেন, যতক্ষণ পর্যন্ত সেতুটি টোলমুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। মহাসড়কের এই ব্যারিকেড থাকবে। শ্রমিক নেতা আদম আলী বলেন, ট্রাক মালিক সমিতির সব মালিক ও শ্রমিক রাস্তায় আছি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। টোলমুক্ত না করে আমরা ঘরে ফিরব না। এদিকে, দুপুরে আন্দোলনরত শ্রমিক নেতাদের নিয়ে পোস্তগোলা নিজের কার্যালয়ে বৈঠক করেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এ সময় তিনি আন্দোলনরত শ্রমিকদের বলেন, 'ইতিমধ্যে এই সেতু টোলমুক্ত করার জন্য আমি সেতুমন্ত্রী বরাবর ডিও লেটার দিয়েছি। বুধবার অর্থমন্ত্রীকেও ডিও লেটার দেব। তা ছাড়া মঙ্গলবার সকালে সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আমার কথা হয়েছে।

 

সর্বশেষ খবর