শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

যোগ্য ও প্রশিক্ষিতদের প্রকল্প পরিচালক নিয়োগ

পরিকল্পনামন্ত্রী

যোগ্য ও প্রশিক্ষিতদের প্রকল্প পরিচালক নিয়োগ

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এখন থেকে ইন্টারভিউ নিয়ে তবেই প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। গতকাল পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন ও উন্নয়ন একাডেমির (এনএডিপি) ৩৩তম বোর্ড অব গভর্নরস সভায় চেয়ারম্যানের বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, 'প্রকল্প পরিচালক নিয়োগে এখন থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে খতিয়ে দেখা হবে যে, সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে কোনো কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ আছে কিনা।' উন্নয়ন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএডিপি) উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, 'এনএডিপি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উচিত প্রকল্প বাস্তবায়ন যাতে শতভাগ সম্পন্ন হয়- সে উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 

সর্বশেষ খবর