শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে বাস কাউন্টারে ছাত্রলীগের হামলা

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার সামনে এস. আলম বাস কাউন্টারে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় কাউন্টারের সামনে থাকা বাস ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের মারধরের অভিযোগও পাওয়া গেছে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার, চট্টগ্রাম-বান্দরবান ও চট্টগ্রাম-আনোয়ারা- বাঁশখালী সড়কে বাস চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশের সঙ্গে বৈঠকে ফের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। এস. আলম বাস সার্ভিসের তত্ত্বাবধায়ক (কক্সবাজার লাইন) মোহাম্মদ ইউনুছ বলেন, ১০টায় তিন ছাত্র টিকিটের জন্য আসে। সামনে সিট না থাকায় তাদের পেছনে দেওয়া হয়। কিন্তু তারা সামনের সিট দাবি করেন। সামনে সিটের টিকিট বিক্রি হয়ে গেছে জানালে তারা নিজেদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে সামনের সিট দিতেই হবে বলে চাপ প্রয়োগ করেন। কাউন্টার ম্যানেজার তাদের পরের গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা ক্ষিপ্ত হয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর মহানগর ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে নেতাকর্মী এসে বাস কাউন্টার ও বাস ভাঙচুর করে।

 

সর্বশেষ খবর