শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

উপকূলের জন্য নির্মিত হচ্ছে দুটি জাহাজ

চলবে বরিশাল-হাতিয়া সন্দ্বীপ-চট্টগ্রাম রুটে

সমুদ্র উপকূলে চলাচলের জন্য দুটি জাহাজ নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। এজন্য ইতিমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। জাহাজ দুটি নির্মিত হলে বন্ধ থাকা বরিশাল-হাতিয়া-সন্দ্বীপ-চট্টগ্রাম রুট আবারও চালু হতে পারে। জাহাজ দুটি বহরে এলে বিআইডব্লিউটিসির সমুদ্রে চলাচল উপযোগী জাহাজের সংখ্যা দাঁড়াবে তিনটি। এমভি 'বার আউলিয়া' নামে সমুদ্রগামী একমাত্র জাহাজটি বর্তমানে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে চলাচল করছে। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দুটি জাহাজে যাত্রী ধারণ ক্ষমতা থাকবে যথাক্রমে ৭০০ ও ৫০০ জন। ৭০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজের দৈর্ঘ্য ৬০, প্রস্থ ১২ ও গভীরতা হবে সাড়ে ৩ মিটার। ৫০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজের দৈর্ঘ্য ৫০, প্রস্থ ১০ ও গভীরতা ৩ মিটার। জাহাজ দুটির গতি হবে যথাক্রমে ঘণ্টায় ১১ ও ১০ নটিকেল মাইল। তিনি জানান, কার্যাদেশ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২০ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে। সে হিসাবে ২০১৭ সালের শেষভাগে নতুন দুটি জাহাজ বিআইডব্লিউটিসি'র বহরে যুক্ত হবে। গত এক বছরে 'এমভি মধুমতি' ও 'এমভি বাঙালি' নামে দুটি যাত্রীবাহী জাহাজ সংস্থার বহরে যুক্ত হয়েছে। এ দুটি জাহাজ বর্তমানে ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠী-পিরোজপুর-মোড়লগঞ্জ রুটে যাত্রী পরিবহন করছে।

 

সর্বশেষ খবর