শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

টেকনো ড্রাগসের ওপর নিষেধাজ্ঞা

অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদন ও মান নিয়ন্ত্রণ না করার দায়ে টেকনো ড্রাগসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওষুধ প্রশাসন অধিদফতর। এ প্রতিষ্ঠানের উৎপাদিত সব ধরনের ওষুধ কাউকে না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি সব প্রতিষ্ঠানকে সরবরাহকারীদের কাছ থেকে টেকনো ড্রাগসের ওষুধ কিনতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক আবুল খায়ের চৌধুরীর এক পরিদর্শন প্রতিবেদন অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ অনুযায়ী, টেকনো ড্রাগসের উৎপাদিত জন্ম বিরতিকরণ ইনজেকশন প্রোভেরাকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জন্ম বিরতিকরণ পিল উৎপাদনের ক্ষেত্রে যেসব নিয়ম-কানুন রয়েছে এবং যেসব কাঁচামাল ব্যবহার বাধ্যতামূলক- এর কোনোটাই টেকনো ড্রাগস মেনে চলে না। সিরিঞ্জ উৎপাদনে যেসব কাঁচামাল ব্যবহার করা হচ্ছে কারখানার ভিতরে সেগুলোর মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অটো ডিসপোজাল সিরিঞ্জ উৎপাদনের লাইসেন্স দেওয়া হয়েছে। অথচ তারা উৎপাদন করছে সাধারণ সিরিঞ্জ। যেসব কাঁচামাল সিরিঞ্জ উৎপাদনে ব্যবহার করে প্রতিষ্ঠানটি, তা মানবদেহের জন্য ক্ষতিকর কি না, পরীক্ষা না করেই বাজারজাতের জন্য প্যাকেটজাত করা হচ্ছে। সূত্র জানায়, প্রোভেরা ইনজেকশন ব্যাচ নম্বর পিআই ০৬৩, পিআই ০৬০, পিআই ০০১, পিআই ০৪২, পিআই ০৫৮-এর নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে যাচাই করা হয়।

সর্বশেষ খবর