শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

শোক দিবস উপলক্ষে আজ সব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সারা দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ আদেশ জারি করেছেন। সরকারি ছুটি সত্ত্বেও আজ সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা উপস্থিত থাকবেন। গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দেবেন।

এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিনামূল্যে ৪০ দিন চিকিৎসাসেবা কর্মসূচি হাতে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে এ কর্মসূচি চলবে। আজ সকাল ৮টা ৫০ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

 

সর্বশেষ খবর