শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

শিল্পের আলোয় বঙ্গবন্ধু

শিল্পের আলোয় বঙ্গবন্ধু

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে 'শিল্পের আলোয় বঙ্গবন্ধু' শীর্ষক আলোকচিত্র, ভাস্কর্য ও শিল্পকর্ম দিয়ে সাজানো প্রদর্শনী। প্রধান অতিথি থেকে গতকাল সকালে একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রদর্শনীর মোট ১৫৩টি চিত্রকর্মের মধ্যে ১০৩টি নতুন, আর বাকি ৫০টি সংগৃহীত। এর মধ্যে ভাস্কর্য রয়েছে ১০টি, আলোকচিত্র ৬০টি। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সমরজিৎ রায়চৌধুরী, রেজাউল করিম, নাসিম আহমেদ নাদভী, নাসরিন বেগম, আতিয়া ইসলাম অ্যানি, সৈয়দ হাসান মাহমুদ, অলকেশ ঘোষ প্রমুখ। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল শ্রেণির দর্শনার্থীর জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে। ৩১ আগস্ট শেষ হবে এ প্রদর্শনী।

অন্যদিকে, সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা। অসীমকুমার সরকারের এসাজের করুণ সুরের বাদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 'টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো তোমার সাহস নেবে, নেবে ফের বিপ্লবের মহান প্রেরণা' স্লোগানের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধুর একান্ত সচিব ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

 

সর্বশেষ খবর