শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

রাজধানীতে শিক্ষার্থীর আত্মহত্যা

ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে পরীক্ষা খারাপ হওয়ায় আরিফা জামান (২০) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার বাবার নাম শেখ ফখরুজ্জামান। সে পরিবারের সঙ্গে ১/১৭ কাঁটাসুর এলাকার একটি ভবনের সাততলায় থাকত। এদিকে, চকবাজারে ১০ তলার ছাদ থেকে পড়ে হেনা বিশ্বাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম নিলু বিশ্বাস। মৃতের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরে। মৃতের ভাই শেখ আরিফ ফয়সাল জানান, 'আরিফা এবার ব্রিটিশ কাউন্সিল থেকে এ লেভেল পরীক্ষা দেয়। পরীক্ষা খারাপ হওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। বৃহস্পতিবার রাতে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আরিফাকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় সন্দেহ হলে দরজা ভেঙে ফেলা হয়। এ সময় আরিফাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং তার পাশে ঘুমের ওষুধ পাওয়া যায়। গতকাল সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষা খারাপ হওয়ায় তার বোন আত্মহত্যা করেছে বলে ধারণা করেন আরিফ।'

এদিকে, মৃত হেনা বিশ্বাসের স্বজনরা জানান, হবিগঞ্জ থেকে তার ছেলে রবিন বিশ্বাসের শ্বশুরবাড়ি বকশীবাজার বেড়াতে আসেন হেনা বিশ্বাস। বিকালে তার ছেলের শ্বাশুড়ির বোন অসীমা বিশ্বাসের বাড়ি ১৫ নম্বর উমেশ দত্ত রোড, বকশীবাজারে বেড়াতে যান। সেখানে বাড়ির দশতলা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর