শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

কোন্দলে চট্টগ্রাম বিএনপি

কোন্দলে চট্টগ্রাম বিএনপি

চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামোর ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে। দক্ষিণের কমিটি পূর্ণাঙ্গ হলেও মেয়াদোত্তীর্ণ হয়েছে প্রায় দুই বছর আগে। তার ওপর সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল সপরিবারে থাকেন কানাডায়। ২০১৪ সালের এপ্রিলে উত্তরের আহ্বায়ক কমিটিকে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হলেও গত ১৬ মাসেও তা হয়ে উঠেনি। কমিটি গঠনের এক মাস যেতে না যেতেই আহ্বায়ক আসলাম চৌধুরী ও সদস্য সচিব আবদুল্লাহ আল হাসানের মধ্যে চরম বিরোধ দেখা দেয়। এতে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন উত্তরের নেতা-কর্মীরা। দীর্ঘ কারাভোগের পর আসলাম চৌধুরী শর্তসাপেক্ষে জামিনে মুক্ত হলেও কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। এতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম একেবারেই ঝিমিয়ে পড়ে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৯ সালে বাঁশখালী থেকে নির্বাচিত চারবারের সাবেক এমপি ও মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী সভাপতি, অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদককে ঘিরে মতবিরোধ থাকলেও সাংগঠনিক কার্যক্রম চলছিল অনেকটা স্বাভাবিকভাবেই। কিন্তু হঠাৎ করে ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারের মধ্যস্থতায় পটিয়ার সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলকে সাধারণ সম্পাদক করে কমিটি পুনর্গঠন করা হয়। এতে সহসভাপতি করা হয় ইদ্রিচ মিয়া, জালাল উদ্দিন আহমেদ, শেখ মুহাম্মদ মহিউদ্দিন ও এনামুল হক এনামকে। সাধারণ সম্পাদক হয়ে দলের কোনো কর্মসূচি তো দূরের কথা, জিয়াউর রহমানের জন্ম ও শাহাদাতবার্ষিকীতেও তিনি কানাডা থেকে দেশে আসার প্রয়োজনবোধ করেন না বলে অভিযোগ রয়েছে। ২০১২ সালের নভেম্বরে রামু ও পটিয়া বৌদ্ধমন্দিরে হামলায় ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া চট্টগ্রামে এলে তখন তিনি কানাডা থেকে দ্রুত দেশে আসেন। সর্বশেষ উপজেলা নির্বাচন উপলক্ষে ২০১৪ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে তিনি দেশে আসেন। ২৭ মার্চ উপজেলা নির্বাচন শেষ করে চলে যান কানাডায়।

গত ৫ জানুয়ারি থেকে দেশজুড়ে বিএনপির নেতৃত্বে লাগাতার অবরোধ শুরুর পর দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। এদিকে ৫ জানুয়ারি সমাবেশ থেকে গ্রেফতার হন সহসভাপতি এনামুল হক।

 

সর্বশেষ খবর