শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের কাজ শুরু

পদ্মা সেতুর কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের কাজ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় তিন হাজার টন ওজনের ক্ষমতাসম্পন্ন জার্মানির হ্যামার ড্রাইভ করে স্থাপন কাজ শুরু হয়। মাওয়ায় নদীর ৭ নম্বর পিলারে এটি বসছে। এর আগে টেস্ট পাইল স্থাপন কাজ শুরু হলেও এই প্রথম কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপন করা হচ্ছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের বলেন, কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপনের মধ্য দিয়ে পদ্মা সেতুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। সেতুতে মোট দুটি কনস্ট্রাকশন ট্রায়াল পাইল স্থাপন হবে। আর টেস্ট পাইল স্থাপন হবে মোট ১০টি। এর মধ্যে তিনটি টেস্ট পাইল এরই মধ্যে স্থাপন করা হয়েছে। ১২০ মিটার দীর্ঘ কনস্ট্রাকশন পাইলটি মূল পাইলের মতোই তিন মিটার ব্যাস বিশিষ্ট। তিনি উল্লেখ করেন, জার্মানি থেকে আনা বিশাল হ্যামারও সেতু নির্মাণ কাজে এই প্রথমবারের মতো ব্যবহার করা হলো। তিনি আশা করছেন, আগামী অক্টোবরেই সেতুর মূল পাইল স্থাপনের কাজ শুরু হবে।

সর্বশেষ খবর