শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

শিল্পকলায় মেরাজ ফকিরের মা

শিল্পকলা একাডমির পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মঞ্চায়ন হয়েছে থিয়েটার প্রযোজিত নাটক 'মেরাজ ফকিরের মা'। এক মায়ের গর্ভে জন্ম নিয়ে একজন মানুষ বেড়ে উঠেছে একটি নামে। দীর্ঘ ৩৯ বছর পর আকস্মিকভাবে সে জানতে পারে তার গর্ভধারিণী মায়ের ধর্ম আর তার ধর্ম এক নয়। ধর্ম পরিচয়ে যে ফারাক রচিত হয় তা কি মা-ছেলের সম্পর্ককে ফারাক করে দিতে পারে? ধর্মে ভিন্নতার কারণে ছেলে কি অস্বীকার করতে পারে তার মাকে? এমনি সব প্রশ্নের উত্তর খোঁজা এবং মানবের স্বরূপ প্রকাশের চেষ্টা হয়েছে, 'মেরাজ ফকিরের মা' নাটকে।

সর্বশেষ খবর