শিরোনাম
শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

ভরা মৌসুমেও নেই ইলিশ

ভরা মৌসুমেও নেই ইলিশ

দেশের নদীগুলোতে এখন আর আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না। ভরা মৌসুম থাকলেও উপকূলীয় এলাকাগুলোতে তেমন একটা ইলিশ ধরা পড়ছে না। ওই অঞ্চলের হাট-বাজারগুলো এখন ইলিশ শূন্য হয়ে পড়েছে। আর মাঝে মধ্যে যা আসছে তাও সামান্য। অন্যদিকে বাজারে ছোট আকারের ইলিশ আসলেও তা ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।

ইলিশ মৌসুমের শুরুতেই সুন্দরবন উপকূলীয় এলাকার নদ-নদীতে জেলেরা ইলিশ শিকারের প্রস্তুতি নেয়। মহাজন ও আড়ৎদারদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে জাল-নৌকাসহ খাওয়ার যাবতীয় সামগ্রী গুছিয়ে ইতোমধ্যেই জেলেরা নদীতে নেমেছে। কিন্তু সুন্দরবন এলাকার পশুর, বলেশ্বর, কচা, শিবসা, পানগুছি ও বিষখালী নদীতে এখনও পর্যন্ত ইলিশের দেখা মিলছে না। আর তাই জেলে পরিবারগুলোর দুর্দশার কমতি নেই।

মংলার একজন জেলে গণমাধ্যমকে জানান, ‘ইলিশের আশায় নদীতে নেমে নিজেদের খাওন-খোরাকও জুটছে না।’ দুরবস্থার শিকার আরেক জেলেও জানান, দিন রাত জাল ফেলে ও নদীতে দাপিয়ে দুএকটি ইলিশ ধরা পড়লেও তা অাকারে খুবই ছোট। তিনি আরো জানান, বছরের এই সময়ে এখানকার হাট-বাজারে মণকে মণ ইলিশ আসলেও চলতি মৌসুমে চোখে পড়ছে না।

বিডি-প্রতিদিন/ ২২ আগস্ট, ২০১৫/ রোকেয়া।
 

সর্বশেষ খবর