শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জানুয়ারি থেকে ডিজিটাল নম্বরপ্লেট বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ১ জানুয়ারি থেকে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ ছাড়া সারা দেশে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যেসব যানবাহনের নিবন্ধন দিয়ে থাকে, সেসব যানবাহনকে ৩১ ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করতে হবে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হবে। গতকাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর