রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সোনার দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

সোনার দাম বেড়েছে

চট এক মাসের ব্যবধানে দেশে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমায়। তারও আগে গত ২২ আগস্ট সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয় এই প্রতিষ্ঠান। নতুন  সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনা ৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হবে। এতে প্রতি ভরিতে সোনার দাম আগের দামের চেয়ে দেড় হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বাজুস-এর সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সোনার নতুন দাম গতকাল থেকে কার্যকর হয়েছে। এর ফলে গতকাল থেকে প্রতি ভরি (১১.৬৬৪গ্রাম) ভালো মানের সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনা বিক্রি হয় ৪৩ হাজার ৭২৫টাকায়। ২১ ক্যারেট সোনা বিক্রি হয় ৪১ হাজার ৬২৬ টাকা (প্রতি গ্রাম ৩৫৭০টাকা)। ১৮ ক্যারেট সোনা বিক্রি হয় ৩৪ হাজার ৯৮০ টাকা (প্রতি গ্রাম ৩০০০টাকা)। আর সনাতন পদ্ধতির সোনা ২৩ হাজার ৯০৩ টাকা (প্রতি গ্রাম ২০৫০টাকা)।  এর আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪২ হাজার ২২৩টাকা। ২১ ক্যারেট সোনার দাম ছিল ৪০ হাজার ১২৪টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ছিল ৩৩ হাজার ৪৭৫টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২২ হাজার ৫৬৯ টাকা। সোনার সঙ্গে বাজুস রুপার দামও বৃদ্ধি করেছে। রুপার দাম প্রতি গ্রামে ৫টাকা বাড়ানো হয়েছে। ফলে গতকাল  থেকে প্রতি গ্রাম রুপা বিক্রি হয় ৮৫টাকায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর