শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শ্রম আইনের আওতায় আসছে ২০ লাখ গৃহকর্মী

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রায় ২০ লাখ গৃহকর্মী শ্রম আইন ২০০৬-এর অধীনে সুযোগ-সুবিধার আওতায় আসছে। আশা করা হচ্ছে, আগামী নভেম্বরের মধ্যেই ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ অনুমোদন করা হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার জানান, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক ও মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫-এর খসড়া চ‚ড়ান্ত করা হয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পরে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

মিকাইল শিপার জানান, এ নীতিমালা অনুযায়ী সিটি করপোরেশন, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গৃহকর্মীদের তথ্য সংগ্রহ করা সহজ হবে এবং গৃহকর্মীরা সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। এ ছাড়া তারা বীমা, দুর্ঘটনার ক্ষতিপূরণ প্রাপ্তিসহ নানাবিধ সামাজিক নিরাপত্তার আওতায় আসবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর