শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

পল্লবীতে পুলিশ সোর্সের বস্তাবন্দী লাশ

কমলাপুরে যুবকের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থেকে জনি (৩০) নামে পুলিশের এক সোর্সের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পল্লবীর ১২ নম্বর সেকশনের শাহ পরান বস্তির জনৈক মনিরের বাড়িসংলগ্ন ডোবায় তার লাশ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহতের বাবা শরিয়তউল্লাহ ও মা মনোয়ারা বেগম জানান, ১৭ অক্টোবর থেকে জনি নিখোঁজের পর তার সন্ধান মেলেনি। পরদিন পল্লবী থানায় একটি জিডি করা হয়। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে তারা জানতে পারেন জনিকে কে বা কারা হত্যার পর লাশ বস্তায় ভরে ডোবায় ফেলে গেছে। জনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। কয়েক দিন আগে মুকুল নামে এক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেন জনি। মুকুলই তাকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হত্যা করিয়েছেন বলে তারা অভিযোগ করেন। জনি পরিবারের সঙ্গে শহীদবাগ পূর্ব বস্তির ডি ব্লকের ১২ নম্বর সেকশনে থাকতেন। পুলিশের পল্লবী জোনের এসি এ বি এম জাকির হোসেন জানান, জনির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। পূর্বশত্র“তার জেরে তাকে হত্যা করা হয়েছে। তার খুনিদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।

এদিকে, গতকাল দুপুরে দক্ষিণ কমলাপুরের ৩৬/এ নম্বর বাড়ির তৃতীয় তলায় রাফিউর রহমান রাফি (৩২) নামে এক যুবক নিজের গলায় ছুরিকাঘাত করে আÍহত্যা করেন। মৃতের পরিবার জানায়, রাফি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্ত্রীর নাম নিগার সুলতানা। ওই দম্পতির দেড় বছর বয়সী রায়হান রহমান নামে এক সন্তান রয়েছে। মৃতের বাবা প্রফেসর খলিলুর রহমান জানান, জুমার নামাজ শেষে বাসায় এসে ছেলেকে গলা কাটা অবস্থায় পান। তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাফির স্ত্রী তাকে জানিয়েছেন, শসা খাওয়ার জন্য রাফি রান্নাঘরে যান। কিছুক্ষণ পর দেখা যায় তিনি নিজের গলায় নিজেই চুরি চালাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর