শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
রাকাবে নিয়োগ পরীক্ষা

জালিয়াত চক্রের আটজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অন্যের হয়ে অংশ নেওয়ায় ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে জালিয়াতির অভিযোগে নীলফামারীর জাকির হোসেন, লালমনিরহাটের জাকির হোসাইন, ঠাকুরগাঁওয়ের আল-মামুন ও দিনাজপুরের মোস্তফা এবং অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় কুড়িগ্রামের মাইদুল ইসলাম, টাঙ্গাইলের সাইম আহমেদ, চাঁদপুরের ওসমান গনি ও ময়মনসিংহের নূর আলমকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর মেজর আবদুস সালাম জানান, একটি চক্র অর্থের বিনিময়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করছে বলে তারা তথ্য পান। এরপর গতকাল পরীক্ষা চলাকালীন অভিযান চালিয়ে ওই জালিয়াত চক্রের ৪ সদস্য ও ৪ ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, সোহেল, জাকির, মামুন মিঠু, কাজলসহ কয়েকজন চক্রের মাধ্যমে পরীক্ষার্থীদের নিয়ে দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর