সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মধ্যম আয়ের দেশ হতে সুশাসন প্রয়োজন : গভর্নর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, আমাদের মধ্যম আয়ের দেশ হতে হলে সুশাসন ও শক্তিশালী প্রশাসন প্রয়োজন। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্য আয়ের দেশ হওয়ার যে লক্ষ্যমাত্রা সেটা অর্জন করতে হলে শক্তিশালী প্রশাসন প্রয়োজন। প্রশাসনের দুর্বলতার কারণে মাঝে মধ্যে অর্থনৈতিক অর্জন হোঁচট খেয়েছে। শেয়ারবাজারে অনাকাক্সিক্ষত ঘটনা, আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতিই এর বড় কারণ। শনিবার রাজধানীর মিরপুরে দ্বিতীয় ইকোনমিক ফোরাম সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মহিউদ্দিন আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গভর্নর বলেন, সুশাসনের অভাবে আমাদের আর্থিক খাত, ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে বড় ধরনের দুর্নীতি ঘটেছে।

সর্বশেষ খবর