সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

হত্যাকাণ্ড ও সহিংসতা একসূত্রে গাঁথা : ড. মিজান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বিদেশি হত্যা, পুলিশের এএসআই হত্যা, তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলা- সবই একসূত্রে গাথা। এসব ঘটনায় জনগণের মধ্যে ভীতি সঞ্চারের চেষ্টা বলে প্রতীয়মান হচ্ছে। তিনি বলেন, যখন যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের দণ্ড আসন্ন, দেশীয় ও আন্তর্জাতিক চক্র যারা যুদ্ধাপরাধীর বিচার মেনে নিতে পারেনি তারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। মহররমের রাতে হোসনি দালানে শিয়াদের ওপর বোমা হামলায় আহতদের দেখতে গতকাল তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। ড. মিজান বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে তা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, জনগণের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য সন্ত্রাসী ও নৈরাজ্যবাদীরা এ ঘটনাটি ঘটিয়েছে।

সর্বশেষ খবর