মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অস্ত্র মামলায় সাবেক শিবির সেক্রেটারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অস্ত্র মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহ্ইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ আদেশ দেন। একই মামলার অপর একটি ধারায় তাকে আরও ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত শিবির নেতা সাইফুদ্দিন ইয়াহ্ইয়ার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার চরমীর কামারী গ্রামে। তিনি ২০১২ সালে রাবি শিবিরের সেক্রেটারি নির্বাচিত হন।  আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব মালোপাড়ার আল-রহমান হার্ডওয়ার মার্কেটের তৃতীয় তলা থেকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সাইফুদ্দিন ইয়াহ্ইয়াসহ আটজনকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর