বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সৈকত দখল মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সৈকত দখল ও অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ফকির গ্রুপ, হোটেল সি-ক্রাউন, হোম স্টোনসহ ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার চূড়ান্ত প্রতিবেদন দিতে পরিবেশ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম পরিবেশ আদালতের বিচারক মিজানুর রহমান এ নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান কায়সার জানান, মামলা দায়েরের দীর্ঘ ৪ বছরেও পরিবেশ অধিদফতর চূড়ান্ত প্রতিবেদন না দেওয়ায় আমরা প্রতিবেদনটি দেওয়ার জন্য আদালতে আবেদন করেছি। এর প্রেক্ষিতে আদালত দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে পরিবেশ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন। জানা যায়, সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সৈকত দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে ২০১১ সালের ১৫ আগস্ট মামলাটি করা হয়।

সর্বশেষ খবর