শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে নিন্ম মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসার স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সেখানে বলা হয় ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ আজ সকাল ১০টা থেকে ৩য় দিনের মতো আবারও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। গতকাল সারা দেশ থেকে আসা সহস্রাধিক শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনে মতো অবস্থান শেষে এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। সমাবেশে শিক্ষক নেতারা বঞ্চনা, বৈষম্য ও অপমান দূর করার জন্য অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সাংবিধানিক, শ্রমাধিকার ও মানবাধিকার সব দিক দিয়েই যুক্তিযুক্ত। নেতারা প্রশ্ন তোলেন, শিক্ষামন্ত্রী আমাদের একই পরিবারের সদস্য বলে সান্ত্বনা দিয়ে থাকেন। সত্যিকারের অভিভাবক পরিবারের সব সদস্যের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন। কোনো পরিবারের একটা অংশ অভুক্ত থাকলে তা কেমন পরিবার? সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার প্রমুখ বক্তব্য দেন। 

সর্বশেষ খবর