শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফেনসিডিল পাচার কমার আশা কঠোর হচ্ছে ভারত

মন্ত্রিসভায় আলোচনা

প্রতিদিন ডেস্ক

ফেনসিডিলের মতো কফ সিরাপের অপব্যবহার বন্ধে ওষুধ কোম্পানিগুলোর ওপর চাপ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। এর ফলে বাংলাদেশে ফেনসিডিল পাচার কমার আশা করা হচ্ছে। নেশাউদ্রেককারী কোডেইন উপাদান সমৃদ্ধ কফ সিরাপ বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভারতে তা বৈধ। এই ফেনসিডিল সিরাপ বাংলাদেশে পাচার হয়ে আসছে, যা নেশাদ্রব্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত। খবর রয়টার্স। ফেনসিডিল নামে পরিচিত কোডেইন মিশ্রিত সিরাপ বাংলাদেশে ১৯৮০ সালে নিষিদ্ধ করা হয়। কোডেইন সমৃদ্ধ সিরাপের অপব্যবহার বন্ধে এক বছর আগে একটি নীতিমালা করে ভারত সরকার। কিন্তু ওষুধ কোম্পানিগুলো তা মেনে চলছিল না। এখন সে নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদক হিসেবে পাচার ঠেকাতে বাজারজাত সিরাপের বোতলগুলোর বিষয়ে তথ্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাওয়া সহজ করতে গত বছর থেকে ভারতের ওষুধ কর্তৃপক্ষ অনানুষ্ঠানিকভাবে কোম্পানিগুলোকে বলে আসছিল। কিন্তু কোম্পানিগুলো এক ব্যাচে তৈরি ওষুধের বোতলের সংখ্যা কমিয়ে আনলেও অন্য নিয়মগুলোর তোয়াক্কা করছে না বলে চলতি বছর রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওষুধ বরাদ্দের দায়িত্বে থাকা কর্মকর্তা রেশমি বর্মা বলেন, কিছু কিছু জেলায় এ ধরনের ওষুধের বিক্রি ‘অস্বাভাবিকভাবে’ বেড়ে যাওয়ায় কোম্পানিগুলোকে নতুন নিয়ম মানতে চাপ প্রয়োগ করা হবে। এদিকে, গতকাল বাংলাদেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকেও ফেনসিডিল পাচার ঠেকানো নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ খবর