শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ঢাকাকে বাসোপযোগী করার তাগিদ

এক মঞ্চে স্পিকার মেয়র, নগর পরিকল্পনাবিদ

নিজস্ব প্রতিবেদক

নানাবিধ সমস্যায় জর্জরিত জনবহুল ঢাকার সমস্যা সমাধান করে বসবাস উপযোগী শহর হিসেবে গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন  জনপ্রতিনিধি ও নগর পরিকল্পনাবিদরা। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে ‘একনগর উদ্যান বিনির্মাণে’ চিত্র প্রদর্শন ও বইয়ের মোড়ক উšে§াচনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, উত্তরের মেয়র আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, স্থপতি আবু সাইদ এম আহমেদ, বিআইপির সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান প্রমুখ। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ঢাকায় নানাবিধ সমস্যা রয়েছে। তা সমাধান করে ঢাকাকে আরও নান্দনিক ও সুন্দরভাবে সাজাতে জনসাধারণের ব্যবহার উপযোগী জায়গা আরও কীভাবে অধিকতর উš§ুক্ত করা যায় সেদিকে গুরুত্ব দিতে হবে। আনিসুল হক বলেন, নির্বাচিত মেয়র হলেও ঢাকার সমস্যা সমাধানে বেশির ভাগ কাজ করার ক্ষমতা আমাদের হাতে নেই। কারণ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতা। আমরা যদি ট্রাফিক জ্যাম দূর করতে যাই, তা আমাদের পক্ষে একা সম্ভব হয় না। কারণ রাস্তার মালিক একা সিটি করপোরেশন নয়, বিআরটিএ, এলজিইডি, রোডস অ্যান্ড হাইওয়ে, রেলওয়েরও দায়দায়িত্ব রয়েছে। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে জনগণের গালি শুনতে হয় সিটি করপোরেশনকে। সাঈদ খোকন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা নগরবাসীর কষ্ট অনুধাবন করার চেষ্টা করছি। তা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছি। কিন্তু ঢাকার ৫৬টি সেবাপ্রদানকারী সংস্থার মধ্যে সমন্বয় না থাকায় কাজ করতে হিমশিম খেতে হচ্ছে। সমস্যা সমাধানে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর