রবিবার, ১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্যবসার খরচ বাড়ায় উদ্বিগ্ন ঢাকা চেম্বার

নীতিমালায় সংশোধন আনার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে ব্যবসা পরিচালনা ব্যয় বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের প্রাচীন বাণিজ্য সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। ঢাকার ব্যবসায়ীদের এ সংগঠনটি বলেছে, ব্যবসা-প্রতিষ্ঠানের অফিস বা কার্যালয় কেনার ক্ষেত্রে ১৩ দশমিক ৫ শতাংশ করারোপের ফলে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। নতুন বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগপ্রাপ্তির ক্ষেত্রে ৪০৪ দিন এবং বাণিজ্যিক ভূমি বা সম্পত্তি নিবন্ধনের জন্য ২৪৪ দিনের প্রয়োজন হয়, এ ধরনের দীর্ঘসূত্রতার জন্য ব্যবসা পরিচালনায় খরচ প্রতিনিয়ত বাড়ছে। গতকাল মতিঝিলের চেম্বার ভবনে ডিসিসিআই আয়োজিত ‘বিশ্বব্যাংকের ডুইং বিজনেস ২০১৬ প্রতিবেদন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির সভাপতি হোসেন খালেদ। এতে উপস্থিত ছিলেন ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি হুমায়ুন রশীদ, সহ-সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে ডিসিসিআই সভাপতি বলেন, ব্যবসা পরিচালনার পদ্ধতি সহজীকরণের লক্ষ্যে বিশ্বের ৩৯টি দেশ তাদের নীতিমালায় সংশোধন এনেছে। যেখানে বাংলাদেশের অগ্রগতি ততটা আশাব্যঞ্জক নয়। তিনি ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে নয় স্তরের প্রক্রিয়াকে ছয়ে নামিয়ে আনা এবং তা ডিজিটাল প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা; প্রাইভেট ক্রেডিট ব্যুরোর প্রবর্তন করা; বিনিয়োগ বোর্ডকে উদ্যোগী হওয়া এবং শিল্প-কারখানায় বিদ্যুৎ সংযোগ দ্রুততার সঙ্গে করার পরামর্শ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর