শিরোনাম
সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নতুন অর্থনৈতিক অঞ্চল দেশকে বদলে দেবে

--- ড. আতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, সরকার কয়েকটি নতুন বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে যাচ্ছে, যা দেশকে অনেকটাই বদলে দেবে। বাংলাদেশ কয়েকটি অর্থনীতির মধ্যে অন্যতম দেশ, যারা আশাতীতভাবে জাতিসংঘ নির্ধারিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো দ্রুততার সঙ্গে অর্জন করতে সক্ষম হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘প্রাণোদ্দীপ্ত বাংলাদেশ : স্থিতিশীলতা ও সম্ভাবনার অর্থনীতি’ শীর্ষক প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, প্রধান অর্থনীতিবিদ বিরুপাক্ষ পালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, বাংলাদেশ হচ্ছে সব বিষাদময় ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণের দেশ।

সর্বশেষ খবর