সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সরকারি ক্রয়ে অপচয় রোধে বাড়বে জিডিপি

---- পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারি কেনাকাটায় শতকরা ১০ ভাগ অপচয় রোধ হলে জিডিপি প্রবৃদ্ধি শূন্য দশমিক পাঁচ ভাগ বেড়ে যাবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর একটি হোটেলে তৃতীয় দক্ষিণএশীয় আঞ্চলিক সরকারি ক্রয়সংক্রান্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি কেনাকাটায় দামের সঠিকতা যাচাইয়ের পাশাপাশি পণ্য কতটা টেকসই সে বিষয়টি দেখতে হবে। কেনা পণ্যটি পরিত্যক্ত হওয়ার পর এর বিক্রয়মূল্য কত হবে সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। কেনাকাটার সঠিক পরিমাণ, সঠিক সময় ও সঠিক স্থান-এ তিন বিবেচনায়ই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। তবেই সরকারি ক্রয়ে অপচয় রোধ হবে। তিনি বলেন, ‘সরকারি ক্রয়ে যে অর্থ ব্যয় হয়, ভুলে গেলে চলবে না তা জনগণের অর্থ। কাজেই এ অর্থ জনগণের উন্নয়নে সঠিকভাবে ব্যবহারে আমাদের আরও দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি দেখাতে হবে। এ জন্য সরকারি ক্রয়ে ডিজিটালাইজেশনের বিকল্প নেই।’

সর্বশেষ খবর