বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

লাগাতার অনশনে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

পঞ্চম দিনেও অনশনে নন-এমপিও শিক্ষকরা। এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকালও আমরণ অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারী ফেডারেশনের শিক্ষকরা। ২৮ অক্টোবর থেকে এ কর্মসূচি পালন করছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত কয়েকশ নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক। এর আগে দুদিন কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষক-কর্মচারী ফেডারেশনের দাবিগুলোর মধ্যে রয়েছে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি করা, যোগদানের তারিখ থেকে বয়স গণনা করা, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদান বন্ধ রাখা, এমপিও প্রদানে সব ধরনের অনিয়ম, পক্ষপাত ও ঘুষ-দুর্নীতি বন্ধ করা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ইনডেক্স নম্বর প্রদান। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সভাপতি মো. এশরাত আলী।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর