বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পরকীয়া সন্দেহে ভায়রাকে খুনের দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভায়রাকে ছুরিকাঘাতে খুনের দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। নিহতের নাম ওহিদুন নবী শাহীন (২৯) আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফয়সাল ইসলাম রাসেল (২৪)। একই রায়ে আদালত রাসেলকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন। গতকাল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী এ রায়  দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান জানান, ২০১৩ সালের ৫ অক্টোবর শনিবার বিকাল ৫টায় ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী এলাকায় এ খুনের ঘটনা ঘটে। খুন করে পালানোর সময় পুলিশ ঘাতক ফয়সাল ইসলাম রাসেলকে গ্রেফতার করে। শাহীন আগ্রাবাদের সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে কম্পিউটার পার্টসের ব্যবসা করতেন। শাহীনের বাড়ি সন্দ্বীপে  আর রাসেলের বাড়ি রাঙ্গুনিয়ায়। আইয়ূব খান জানান, রাসেল শাহীনের শ্যালিকার স্বামী। স্ত্রীর সঙ্গে শাহীনের সম্পর্ক আছে বলে রাসেল সন্দেহ করতেন। এ সন্দেহ থেকেই মূলত হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় শাহীনের বাবা ইব্রাহিম বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা করেছিলেন।

সর্বশেষ খবর