বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন

সাংস্কৃতিক প্রতিবেদক

ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন

প্রকাশনা সংস্থা নালন্দা প্রকাশনী প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ রচিত ‘ভাষার লড়াই ও রাষ্ট্রভাষা আন্দোলন’ শীর্ষক ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ। গতকাল বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে গ্রন্থটি নিয়ে আলোকপাত করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, ইমপেরিয়াল কলেজের শিক্ষক শামীম আহসান ও নালন্দার রেদোয়ান রহমান জুয়েল।

সর্বশেষ খবর