শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে মধ্যবিত্ত বেড়ে এখন ২০ শতাংশ

বিআইডিএসের গবেষণা

নিজস্ব প্রতিবেদক

১৯৯০ সালে বাংলাদেশে যেখানে ৯ শতাংশ জনগোষ্ঠী মধ্যবিত্ত ছিল, এখন তা দ্বিগুণের বেশি বেড়ে ২০ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ সালে তা ২৫ শতাংশ এবং ২০৩৩ সালে ৩৩ শতাংশ মানুষ মধ্যশ্রেণিভুক্ত হবেন। গতকাল সকালে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বিগত এক বছরের তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশবিষয়ক এক সেমিনারে এ তথ্য জানায়। মধ্যবিত্তের আকার বড় হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় উলে­খ করে সেমিনারে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ জন্য সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থার পরিবর্তন করে তাদের ওপরের ধাপে নিতে সর্বাÍক কাজ করে যাচ্ছে।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীকে মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত করতে আমাদের এখনো অনেক কাজ করতে হবে। এখনো আমরা বেদে জনগোষ্ঠীর জন্য কিছু করতে পারিনি। তাদের মূল স্রোতে আনতে পারিনি।’ তবে এসব কাজ করতে হলে রাজস্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সামান্য কিছু সংস্কার সাধন করলে রাজস্ব আহরণ ৮০ হাজার থেকে এক লাখ কোটি টাকা বেড়ে যাবে।’ মন্ত্রী এ সময় বলেন, ‘সরকারি অনেক প্রতিষ্ঠানের কাছেই কর পাওনা আছে। সরকারি এসব প্রতিষ্ঠান কর না দিয়ে বরং বেসরকারি প্রতিষ্ঠানের মতো আদালতের আশ্রয় নেয়, যাতে তাৎক্ষণিকভাবে কর না দিতে হয়।’

বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণি নিয়ে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে ড. বিনায়ক সেন বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণি নির্ধারণে সর্বজনস্বীকৃত কোনো সংজ্ঞা নেই। সাধারণত কারও দৈনিক আয় দুই ডলার থেকে তিন ডলার হলে সে মধ্যবিত্ত শ্রেণির অন্তর্ভুক্ত। এ আয় তিন ডলার থেকে চার ডলারের মধ্যে হলে ওই ব্যক্তি উচ্চমধ্যবিত্তের অন্তর্ভুক্ত হবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর