শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খুলনায় টেন্ডার নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া পরে ভাগাভাগি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রায় ৬ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা করে নিয়েছে সরকারদলীয় ঠিকাদাররা। এ নিয়ে বুধবার রাতে অফিস চত্বরে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় দুটি নোটিসের চারটি লটের ৫ কোটি ৯৬ লাখ টাকার কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি হয়। জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদফতরের দুটি নোটিসের চারটি লটের খুলনা বিএল কলেজের একাডেমিক ভবন নির্মাণের ৪ কোটি ২০ লাখ এবং খুলনা সেন্ট জেভিয়ার্স স্কুল, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মহেশ্বর পাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ১ কোটি ৭৬ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদফতর। চারটি লটে মোট ৭৬টি দরপত্র বিক্রি হয়। গতকাল দরপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ১৯টি দরপত্র জমা পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর