শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

চার হাসপাতালকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড ও বাবর রোডের চারটি হাসপাতালে অভিযান চালিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার হাসপাতালের ১০ জনকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং নিউ ওয়েল কেয়ার হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। গতকাল দুপুরে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। বিডিএম জেনারেল হাসপাতালের সাইদুল ইসলাম ও আবদুল হালিম ওরফে আবিদকে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড; একই হাসপাতালের সিরাজুল হক ও ইখতিয়ার আহমেদকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেকের দুই মাসের কারাদণ্ড; কাশমী জেনারেল হাসপাতালের মাসুদ পারভেজকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড; একই হাসপাতালের আবু তৌহিদ খানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড; নর্থ সাউথ হাসপাতালের শাহাদাত হোসেন ও জেবুরা হারকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড; নিউ ওয়েল কেয়ার হাসপাতালের নজরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং একই হাসপাতালের মিলন বাড়ইকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর