শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

পার্বত্য অঞ্চলে বিচার সুবিধা নিয়ে ইউএনডিপির নতুন প্রকল্প

কূটনৈতিক প্রতিবেদক

পার্বত্য অঞ্চলের অধিবাসীদের বিচারিক সুবিধা নিশ্চিত করতে নতুন একটি প্রকল্প শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। সংস্থাটির চট্টগ্রাম পার্বত্য অঞ্চল উন্নয়ন সুবিধা বা সিএইচটিডিএফ’র এই প্রকল্পে সহায়তা করছে ঢাকার ডেনমার্ক দূতাবাস। ‘পার্বত্য অঞ্চলের মানুষের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিচার সুবিধা নিশ্চিতকরণ’ শীর্ষক এই প্রকল্পটি আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর মাধ্যমে সেখানকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যোগাযোগ স্থাপন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে আইনি সহায়তা এবং লিঙ্গ সন্ত্রাস দূর করার লক্ষ্য নেওয়া হয়েছে। গতকাল ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর