রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ভারত থেকে আসছে কয়লা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

নানা জটিলতায় দীর্ঘদিন আমদানি বন্ধ থাকার পর ফের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা শুরু হয়েছে কয়লা। ভারতে দাম কমে যাওয়ায় বাংলাদেশেও আমদানিকৃত কয়লার দাম কমতে শুরু করেছে। গত পাঁচ মাসে বাংলাদেশে কয়লার দাম কমেছে প্রায় অর্ধেক। ইট পোড়ানোর মৌসুমে কয়লার দাম কমায় খুশি ইটখলার মালিকরাও। কয়লার দাম কমায় এবার ইটের দামও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ সূত্রে জানা যায়, ভারতে মূল্য বৃদ্ধি, পরিবেশবাদী সংগঠনের মামলা, বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা ও ওজন পরিমাপক যন্ত্র নিয়ে জটিলতায় ২০১৪ সালের মে মাস থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে বন্ধ হয়ে যায় কয়লা আমদানি। পাঁচ মাস ধরে সব জটিলতা কাটিয়ে আবারও ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। আমদানি স্বাভাবিক হওয়ায় দামও কমতে শুরু করেছে। গত পাঁচ মাসে কয়েক দফায় কয়লার দাম কমে অর্ধেকে নেমে এসেছে। আমদানিকারকরা জানান, চলতি বছরের শুরুর দিকে সিলেটের সুতারকান্দি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আসা প্রতি টন কয়লার দাম ছিল ১৫ হাজার টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর