রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

জিয়া ছিলেন খলনায়ক তাহের নায়ক : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পরে সেনা অফিসাররা যখন ক্ষমতা কুক্ষিগত করার খেলায় ব্যস্ত, তখন কর্নেল তাহের সামরিক শাসন থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে গণতান্ত্রিক রূপ দিতে, ক্যান্টনমেন্টকে কসাইখানা থেকে রক্ষা করতে, বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে, গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করতে সিপাহি জনতার অভ্যুত্থানের ডাক দেন। তখন জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করতে পাল্টা আক্রমণ করে। আমরা সেদিন হেরে যাই। জিয়া ক্ষমতা দখল করে কর্নেল তাহেরকে ফাঁসি দেয়। দেশ উল্টোদিকে যাত্রা শুরু করে। স্বাধীনতার পক্ষের শক্তির পরাজয় হয়। জিয়াউর রহমান ছিলেন সিপাহি জনতার অভ্যুত্থানের খলনায়ক আর কর্নেল তাহের ছিলেন নায়ক। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনাতনে গতকাল সিপাহী জনতার অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাসদের সহসভাপতি অ্যাডভোকেট রবিউল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাসদ নেতা শরিফ নুরুল আম্বিয়া প্রমুখ।

সর্বশেষ খবর