রবিবার, ৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শাহজালালে কোটি ভারতীয় রুপিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৭৫ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে গ্রেফতার করেছে শুল্ক বিভাগ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম মো. নূরুল্লাহ (২৮)। তিনি দীর্ঘ আট বছর করাচিতে ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়। উদ্ধার হওয়া রুপিগুলো আসল কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি শুল্ক কর্মকর্তারা। এ ছাড়া উদ্ধার হওয়া রুপিগুলো জঙ্গি অর্থায়নে ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি-প্রিভেনটিভ) শহীদুজ্জামান সরকার জানান, সৌদি আরবের জেদ্দায় অবৈধভাবে বাস করতেন নূরুল্লাহ। সম্প্রতি তাকে সৌদি আরব থেকে বহিষ্কার করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় তার পাসপোর্ট রেখে দেয় সৌদি কর্তৃপক্ষ। এমিরেটস এয়ারলাইনসে করে জেদ্দা  থেকে পাকিস্তানের করাচি হয়ে সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় আসেন তিনি।  গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে নূরুল্লাহর সঙ্গে থাকা ওয়াশিং মেশিনের ভেতর ৪০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেন শুল্ক কর্মকর্তারা। তাকে জিজ্ঞাসাবাদের পর আরও ৬০ লাখ ৭৫ হাজার রুপি তার ব্যাগ থেকে উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর