সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আবার কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

আবার কমেছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে আজ থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। সে হিসেবে আজ থেকে সোনার দাম ভরিতে ১ হাজার ২৪০ টাকা কমবে। গতকাল বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। নতুন দর অনুযায়ী এখন থেকে প্রতি ভরি (১১.৬৬৪) ২২ ক্যারেট সোনার দাম ৪২ হাজার ৫০০ টাকা। ২১ ক্যারেট ৪০ হাজার ৪০০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ৩৩ হাজার ৭৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২২ হাজার ৬৭৮ টাকা।

এর আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৩ হাজার ৭৪০ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ছিল ৪১ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম ছিল ৩৪ হাজার ৯৯২ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ২৩ হাজার ৯১১ টাকা।

উল্লেখ্য, বাজুস গত ৮ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম দেড় হাজার টাকা কমায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর