সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিক্ষকরা না খেয়ে দিন কাটাচ্ছেন!

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের গতকাল ১৪তম দিনের অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা অভিযোগ করে বলেছেন, আমরা সারাজীবন মানুষের সন্তানদের শিক্ষা দিয়ে আসছি। অথচ সন্তানদের পড়া-লেখার খরচ জোগাতে পারি না। সরকারের পক্ষ থেকে আমরা কোনো সাহায্য পাই না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে। শিক্ষকরা বলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে।  আশা করব, সরকার খুব শিগগিরই এ বিষয়ে গুরুত্ব দেবে।

সর্বশেষ খবর