সোমবার, ৯ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

নজরুল সংগীত সম্মেলন

সাংস্কৃতিক প্রতিবেদক

নজরুল সংগীত সম্মেলন

নজরুল সংগীতশিল্পী পরিষদের আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল সংগীত সম্মেলন। গতকাল সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শুরু হয় এ সম্মেলন। ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’ গানটি সমবেত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। এরপর শিল্পীরা একে একে পরিবেশন করেন ‘আল্লাহজি আল্লাহজি রহম করো’, ‘কথা কও, কও কথা’, ‘নিরজনে সখি বল বধূয়ারে’, ‘বজ গোপী খেলে হরি’, ‘সবার কথা কইলে এবার নিজের কথা কও’, ‘আমি যে দিন রইব নাগো, লইব চিরবিদায়’, ‘তুমি কি আসবে না’, ‘আজও কাঁদে কাননে কোয়েলিয়া’, ‘আজও মধুর বাঁশুরি বাজে’, ‘ও গো প্রিয় তব গান’, ‘চঞ্চল শ্যামল এলো গগনে’ ইত্যাদি। অনুষ্ঠানে নজরুলের সুরে দর্শক শ্রোতাদের বিমোহিত করেন শিল্পীরা। এতে একক সংগীত পরিবেশন করেন এম এ মান্নান, সুজিত মোস্তফা, শহীদ কবির পলাশ, রতন কুমার সাহা, আশিষ কুমার সরকার, শিরিন আক্তার চন্দনা, চৌধুরী মোস্তাক হোসেন, ফাতেমা আমিন, লাভলী ফেরদৌস, পারভীন হেলেনা, সুলতানা বাবলী, সেলিনা আফরোজ প্রমুখ। এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন কবির নাতনি খিলখিল কাজী ও স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা। আজ শেষ হবে দুই দিনব্যাপী এই সম্মেলন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর