মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

অবৈধ আগ্নেয়াস্ত্র আতঙ্ক

এক হাজার ৪৭২টি অস্ত্রের হদিস নেই

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

রংপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রধারী দুর্বৃত্তরা সক্রিয় হয়ে উঠছে। ঘাপটি মেরে থাকা এই দুর্বৃত্তরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অপরাধ করায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক মাস ছয় দিনের ব্যবধানে দুর্বৃত্তের গুলিতে এক জাপানি নাগরিক নিহত ও রংপুর মেডিকেলের পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএস) গুরুতর আহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। কমে গেছে মানুষের স্বাভাবিক চলাফেরার গতি। বিশেষ করে সন্ধ্যার পর শহরের মোড়গুলোতে থাকা মানুষের জটলা আর নেই।  এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, আমরা কেউ নিরাপদ নই। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা দূর করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে জরুরি ভিত্তিতে দুর্বৃত্তদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো খুঁজে বের করতে হবে। এ কাজে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। জানতে চাইলে পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, আতঙ্কের কিছু নেই। সাত দিনের মধ্যে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আজ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এ ছাড়া নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুন পর্যন্ত রংপুরের আট উপজেলায় লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের সংখ্যা ছিল ৩ হাজার। চলতি বছরের মার্চ পর্যন্ত ১ হাজার ৫২৮টির লাইসেন্স হালনাগাদ করে। বাকি ১ হাজার ৪৭২টির লাইসেন্স বাতিল করা হয়। যথা সময়ে লাইসেন্স নবায়ন না করা, লাইসেন্সকৃত অস্ত্র বিক্রি করে দেওয়া এবং দেশের বিভিন্ন পরিস্থিতিতে অস্ত্র আÍসমর্পণ করেননি এমন ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা, সিটি করপোরেশনের কাউন্সিলর এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের একাধিক নেতার কাছে এসব আগ্নেয়াস্ত্র রয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর