মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই : বেনজীর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, দেশে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। দেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো অস্তিত্ব নেই। সুদূরপ্রসারী  ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী আইএসের অস্তিত্ব আছে বলে অপপ্রচার চালাচ্ছে। গোয়েন্দা ও পুলিশের বিশেষ তদন্তে দেশে আইএসের কাঠামোগত কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এদেশে অনেক সংগঠন আইএসের নাম ব্যবহার করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আইএসের নামে যে পোস্ট সংযুক্ত হচ্ছে তা মেইড ইন যাত্রাবাড়ী ও টঙ্গীর। এগুলো সংগঠনটির ইন্টারন্যাশনাল উইংয়ের প্রচারণা নয়। গতকাল দুপুরে খুলনা সার্কিট হাউসে দেশের চলমান পরিস্থিতিতে র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কর্মপন্থা নির্ধারণে মতবিনিময় সভা শেষে র‌্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, গত ৫/৬ সপ্তাহে দেশে আটটি নৃশংস হত্যা হয়েছে। এর মধ্যে দুজন বিদেশি, প্রকাশক ও পুলিশ সদস্য রয়েছেন। এসব বিচ্ছিন্ন ঘটনা মূলত; দেশকে অশান্ত করার অপচেষ্টা। এর আগে ২০১৩ সালে ও চলতি বছরের শুরুতে এভাবে দেশকে অশান্ত করার চেষ্টা হয়েছিল।

সর্বশেষ খবর